Sunday, December 30, 2012

দূর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমী নেত্রকোনার সংস্কৃতিতে রেখে চলেছে বিশেষ অবদান



--- আলপনা বেগম
প্রাকৃতিক ঐশ্বর্য্যরে ভূ-স্বগ নেত্রকোনাজেলা শহর থেকে ৫৫ কিলোমিটার এবং ময়মনসিংহ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় প্রদেশের সীমান্ত ঘেষে মন মুগ্ধকর পাহাড়ী পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা দূর্গপুর উপজেলাএই উপজেলায় বসবাস করে বিভিন্ন আদিবাসী গোত্রের মানুষ যেমন, গারো, হাজং, কোচ, বানাই, ঢালু জাতী গোষ্ঠীঅপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর অফুরন্ত খনিজ সম্পদের ভান্ডারও এই উপজেলা

Wednesday, November 7, 2012

গারো পাহাড়ে হাতি-মানুষে লড়াই

-----------সঞ্জয় সরকার
নেত্রকোণার আলো ডট কম (জলসিঁড়ি): এক সময় জমিদারদের নির্দেশে বাধ্যতামূলকভাবে বুনোহাতি ধরতে হতো গারো পাহাড় অঞ্চলে বসবাসরত আদিবাসী হাজংদেরমুর্শিদাবাদ, আগ্রা, দিল্লিসহ বিভিন্ন জায়গায় এসব হাতি বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করতেন জমিদাররাঅন্যদিকে, খেদা (ফাঁদ) দিয়ে হাতি ধরতে গিয়ে মারা যেতেন প্রজারাপ্রাণভয়ে কেউ হাতি ধরতে

Monday, November 5, 2012

জাহেদ আলী মংলা, যাত্রাশিল্পের প্রবাদ প্রতিভা...

---------------------------দী প ক  স র কা র
প্রাচুর্য, প্রভাবে রাজ্য ষোলকলায় পূর্ণদুঃখ এই, রাজার পুত্র নেইবংশবিলোপ সম্ভাবনায় ভীষণ চিন্তিত রাজাএকদিন পুত্র কাঙ্গাল রাজাকে দরবেশ বললেন, রাজপুত্র হবে আপনার তবে-বারো দিনের রাজপুত্রকে বিয়ে দিতে হবে বারো বছরের কন্যার সাথে এবং রাজপুত্র ও রাজবধূ চলে যেতে হবে বনবাসেতাই হবে তবুও রাজপুত্র চাই রাজার এবং হলোও তাইবারো বছরের উজির কন্যা রূপবান বারো দিনের রাজপুত্র স্বামী রহিমকে নিয়ে চলে গেলো বনবাসেস্ত্রী রূপবান স্বামী রহিমকে কোলে পীঠে করে বহু প্রতিকূলতায় কাটাতে লাগলো বনজীবনশৈশব, কৈশর পেরিয়ে প্রদীপ্ত যৌবনে এসে খেই হারালো রহিমরহিম এবার মত্ত তাজেলের প্রেমেসতী রূপবানের জীবনে ঝড় উঠলো লাঞ্চনা-বঞ্চনা